ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরেছেন ভিনিসিয়ুস

ফুটবল, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-24 15:36:08

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উড়ন্ত শুরু পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে বলিভিয়াকে ঘরের মাঠে ৫-১ গোলে ধসিয়ে দেয়ার পর পেরুর মাঠে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে। ওই দুই ম্যাচের জন্য বেশ আগেভাগেই ব্রাজিলের দল ঘোষণা করলেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিস।

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের দলে ডাক পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের। তবে এবার ফিট হিসেবেই দলে ডাক পেয়েছেন। আগেরবার দলে ডাক পেলেও নারী নির্যাতনের অভিযোগে দল থেকে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের আন্তোনি। এবার আর দলেই জায়গা হয়নি তার।

বাছাইপর্বের চলতি মাসের দুই ম্যাচের দলে আন্তোনির বদলি হিসেবে শেষ মুহূর্তে যোগ দিয়েছিলেন আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। আগামী মাসের দুই ম্যাচের জন্যও স্কোয়াডে রয়েছেন তিনি। 

ওদিকে ফর্ম হাতড়ে বেড়ানো টটেনহ্যাম ফরোয়ার্ড রিশার্লিসনকেও স্কোয়াডে রেখেছেন দিনিস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে পারফর্ম করতে পারেননি রিশার্লিসন, তবে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সর্বশেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে এবং করিয়ে দলকে ৩ পয়েন্ট এনে দিয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরের যথাক্রমে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে। আগামী ১৩ অক্টোবর ব্রাজিল ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে, ১৮ অক্টোবর নেইমারদের আতিথেয়তা দেবে উরুগুয়ে।

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই স্কোয়াড

গোলকিপার

আলিসন (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।

ডিফেন্ডার

দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।

মিডফিল্ডার 

ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড

নেইমার (আল হিলাল), রিশার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মাতিউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।

এ সম্পর্কিত আরও খবর