দুই ম্যাচে ১৪ গোল হজম করে ছিটকে গেল সাবিনারা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-25 19:42:03

এশিয়ান গেমসের নারী ফুটবলে বিবর্ণ বাংলাদেশ। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৮ গোল হজম করার পর আজ ভিয়েতনামের বিপক্ষেও ৬ গোল হজম করেছে বাংলাদেশ। দুই ম্যাচ মিলেছে গোল হজম করেছে ১৪টি। তাতেই ডি গ্রুপ থেকে প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে সাবিনাদের। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে গেছে নিয়মরক্ষার।

হ্যাংজুর ওয়েনজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এদিন ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল। ম্যাচের প্রথমার্ধে এদিন ২ গোল হজম করলেও ভিয়েতনামের বিপক্ষে খুব একটা মন্দ খেলেনি বাংলাদেশ। অবশ্য দ্বিতীয়ার্ধে খুব বেশি লড়াই করতে পারেনি সাবিনারা। হজম করেছে আরও চার গোল। এরপরও প্রাপ্তি প্রতিপক্ষের জালে একবার বল পাঠাতে পেরেছে টিটুর শিষ্যরা।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই ফাম হাই ইয়েনের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনগুয়েন থি থুই হ্যাং। এরপর বিরতির পর আরও হজম করতে হয় চার গোল। তবে ৮৭ মিনিটে এক গোল শোধ দেয় বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি আসে মাসুরা পারভীনের কাছ থেকে।

চার দলের গ্রুপে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের অবস্থান তলানিতে। বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। আগামী ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচটি।

এ সম্পর্কিত আরও খবর