মেসিকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানাল খেলাইফি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-26 13:01:37

কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন মেসি। বিশ্বজুড়েই ভেসেছেন প্রশংসার জোয়ারে। নিজ দেশে ফিরে রাজসিক অভ্যর্থনাও পেয়েছে আর্জেন্টিনার প্রতিটি ফুটবলার। ক্লাবেও এর ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপজয়ীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে ক্লাবগুলো। ব্যতিক্রম দেখা গেছে কেবল মেসির বেলায়।

আর্জেন্টিনার শিরোপা জয়ের রূপকার হয়েও পিএসজিতে ফিরে আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা পাননি রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যা নিয়ে নানা সময় হতাশার কথা জানিয়েছেন মেসি। এরপর তো ক্লাবই ছেড়েছেন। দীর্ঘদিন পর তাকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানিয়েছে ফরাসি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি।

খেলাইফি বলেন, ‘সবাই দেখেছেন, আমরা তাকে অনুশীলনে অভ্যর্থনা জানিয়ে ভিডিও প্রকাশ করেছি। আমরা ব্যক্তিগতভাবেও উদযাপন করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদযাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তার সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকরাও ফ্রান্সের সমর্থক।’

এর আগে স্বীকৃতি না পাওয়া নিয়ে মেসি বলেছিলেন, ‘আর্জেন্টিনা দলের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা বোধগম্যই। কারণ আমাদের কারণেই ফ্রান্স বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

এ সম্পর্কিত আরও খবর