ইউএস ওপেন শিরোপা জেতা হল না মিয়ামির

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-28 13:20:27

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির দ্বিতীয় শিরোপা জয় দেখতে হাজারো সমর্থকদের মতো হাজির হয়েছিল জিদান ও ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। মিয়ামি মালিক ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে ইউএস ওপেন কাপের বিশেষ অতিথি হিসেবে মেসির বর্তমান ক্লাবটিতে পা রেখেছিলেন তারা।

যদিও ম্যাচটিতে মাঠে নামতে পারেননি রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যার প্রভাব পড়েছে দলের ওপর। বল দখলে এগিয়ে থাকলেও ২-১ গোলে হেরে হিউস্টন ডায়নামোর বিপক্ষে শিরোপা খোয়াতে হয়েছে মিয়ামির।

এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না মেসির। জানা ছিল আগেই। হিউস্টনও ছিল তাই অনেকটাই নির্ভার। প্রতিপক্ষের মাঠেও নির্ভার ফুটবল খেলেছে তারা। এগিয়ে গেছে ম্যাচের ২৪ মিনিটেই। এরপর ৩৩ মিনিটে পেনাল্টি আদায় করে নিয়ে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হিউস্টন।

ঘুরে দাঁড়াতে দ্রুতই ম্যাচে ফিরতে হতো মিয়ামির। সেটি অবশ্য হয়ে উঠেনি টাটা মার্টিনোর দলের। গোল অবশ্য একটি শোধ দিয়েছে তারা। ম্যাচের ইনজুরি টাইমে মার্তিনেজের দেওয়া সেই গোল অবশ্য কেবলই ব্যবধান কমিয়েছে। হিউস্টনের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

ম্যাচ শেষে বাস্তবতা মেনে নিয়ে মিয়ামি কোচ মার্টিনো বলেন, ‘বাস্তবতা হল আজ হিউস্টন আমাদের চেয়ে ভালো খেলেছে। এখন শনিবার এমএলএসে আমাদের যে ম্যাচ আছে সেটাই আমাদের কাছে ফাইনাল এবং আরেকটি বুধবার। কারো ওপর অভিযোগ করার কিছু নেই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর