বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা করল বাফুফে

ফুটবল, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-29 19:04:08

সাকিবরা যখন ভারতে বিশ্বকাপে ক্রিকেটে মশগুল থাকবেন, ফুটবলারদেরও তখন বিশ্বকাপ মিশনে নেমে পড়তে হবে। মূল আসর নয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুরু করবে তাদের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি প্লে-অফ ম্যাচের জন্য ১৫ সদস্যের আংশিক প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ সে প্রাথমিক দলের ১৫ জনের নাম প্রকাশ করেন। ২ অক্টোবর বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচের পর চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাফুফের জাতীয় দল কমিটির অনলাইন সভার পর প্রাথমিক দলে ডাক পাওয়া ১৫ জনের নাম জানা যায়। এদের মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার শাকিল হোসেন, মিডফিল্ডার জায়েদ আহমেদ ও ফরোয়ার্ড আরমান ফয়সাল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে প্রাথমিক দলে ডাক পাওয়া ১৫ জন ফুটবলার রিপোর্ট করবেন। এর পরদিন থেকে শুরু হবে অনুশীলন।

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। আগামী ১২ অক্টোবর মালদ্বীপের মালেতে প্রথম লেগ ও ১৭ অক্টোবর ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে প্লে-অফের দ্বিতীয় লেগ।

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে দুই লেগ মিলিয়ে হেরে গেলেই সেখানেই শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই, সুযোগ পাবে না মূল বাছাই খেলার।

বাংলাদেশের ১৫ জনের আংশিক প্রাথমিক দল

গোলকিপার

মিতুল মারমা (ফর্টিস), পাপ্পু হোসেন (চট্ট. আবাহনী)

ডিফেন্ডার

ইসা ফয়সাল (বাংলাদেশ পুলিশ), শাকিল হোসেন (শেখ জামাল), হাসান মুরাদ (মোহামেডান), আলমগীর মোল্লা (আবাহনী), রহমত মিয়া (আবাহনী)

মিডফিল্ডার

হৃদয় (আবাহনী), জায়েদ আহমেদ (আজমপুর) 

ফরোয়ার্ড

রবিউল হাসান (বাংলাদেশ পুলিশ), দীপক রায় (শেখ রাসেল), ফয়সাল আহমেদ ফাহিম (আবাহনী), সুমন রেজা (বসুন্ধরা কিংস), সাজ্জাদ হোসেন (মোহামেডান) ও আরমান ফয়সাল আকাশ (আজমপুর)।

এ সম্পর্কিত আরও খবর