অস্কারের কণ্ঠে হাথুরুসিংহের সুর!

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-10-01 20:23:24

দলটা রীতিমতো ইতিহাসই গড়ে চলেছে। বাংলাদেশের প্রথম দল হিসেবে পেশাদার লিগে টানা চার লিগ, চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো পর্বে খেলা প্রথম বাংলাদেশি দল… শেষ এক মৌসুমে এসব বিশেষণ লেগেছে বসুন্ধরা কিংসের নামের পাশে।

তবে মহাদেশীয় আসরে দেশের হয়ে সর্বোচ্চ সাফল্যটা এখনো অধরাই রয়ে গেছে বসুন্ধরার। যে কারণে দেশীয় ফুটবল সমর্থকদের গঞ্জনাও কম সইতে হয় না দলটিকে।
এক্ষেত্রে যেন ক্রিকেটের সঙ্গে এক বিন্দুতে মিলে গেছে বসুন্ধরা কিংসের বাস্তবতা। প্রত্যাশা আকাশ ছোঁয়া। সে প্রত্যাশায় লাগাম টানার অনুরোধ কিছুদিন আগেই করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার তারই পথে হাঁটলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনও। জানালেন, ফলাফলকে একপাশে রেখে আপাতত তার নজর দলের উন্নতির প্রক্রিয়াতেই।

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেলেছিল বসুন্ধরা। যদিও শারজা এফসির কাছে হেরে যাত্রাটা থমকে যায় সেখানেই। এরপর এএফসি কাপেও মাজিয়ার কাছে হার। তাতেই বসুন্ধরা আছে তোপের মুখে।

তবে অস্কার ব্রুজনের বিশ্বাস, তার দল উন্নতির পথ ধরেই হাঁটছে। তার কথা, ‘আমরা কেন চ্যাম্পিয়ন্স লিগে খেলেছি? কারণ আমরা শেষ কয়েক বছরে এএফসি কাপে খুব ভালো করেছিলাম। আমরা অনেক পয়েন্ট অর্জন করেছি। আমরা আমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছি। তাই আমরা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলেছি। তো এখানে ভুলটা কোথায় হয়েছে? আমি বুঝি না, ওইসব লোক কেন বলে আমরা আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থ হচ্ছি। আমি তো মনে করি আমরা সাফল্য পাচ্ছি। হয়তো আমাদের অ্যাপ্রোচটা ভিন্ন।’

মহাদেশীয় আসরে ‘ব্যর্থতা’কেও তিনি দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তার কথা, ‘এটা সত্য, ক্লাবের বাইরে অনেক কথা হচ্ছে যে, আমরা ব্যর্থ হচ্ছি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা শেষ দুই আসরে টেবিলের শীর্ষেই অবস্থান করেছি, শুধুমাত্র গোল ব্যবধানে বিদায় নিতে হয়েছে আমাদের। শারজা ম্যাচের আগে আমরা শুধু একটা আন্তর্জাতিক ম্যাচে হেরেছি।’

এরপরই সমর্থকদের প্রত্যাশা নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করলেন স্প্যানিশ এই কোচ। তিনি জানান, প্রক্রিয়াটা অনেক লম্বা। আর এই প্রক্রিয়া মানলে আগামী এক-দেড় দশকের মধ্যেই এশিয়ান পরাশক্তি হয়ে উঠতে পারবে বসুন্ধরা।

অস্কার বলেন, ‘আমার প্রশ্নটা হচ্ছে, কোথায় ভুল হয়েছে আমাদের? বাংলাদেশের লোকজন পাঁচ বছরের একটা ক্লাবকে কোথায় দেখতে চায়? আপনারা কি মনে করেন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাব? যা মোহনবাগানের মতো ক্লাব ১০০ বছরে পারেনি, সেটা তিন মৌসুমের মধ্যে করে দেখানোর পরও? আমরা ভাবছি, আমরা উন্নতি করছি, আমাদের দারুণ একটা স্টেডিয়াম আছে, ঠিক জায়গায় ঠিক মানুষদের বসিয়ে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি করছি। হয়তো ৫, ১০ কিংবা ১৫ বছরের ভেতর এশিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে উঠতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর