বাংলাদেশ ম্যাচে থাকছেন না স্টোকস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-09 16:06:10

ধর্মশালায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর থেকেই সমালোচনা হচ্ছে মাঠের আউটফিল্ড নিয়ে। এই অবস্থায় কাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচের আগে মাঠের আউটফিল্ড নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাই চোট এড়াতে বাড়তি সতর্কতা স্বরূপ এ ম্যাচেও বেন স্টোকসে নাও নামাতে পারে ইংল্যান্ড।

অবসর ভেঙে ওয়ানডে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেওয়া স্টোকস; ইংল্যান্ডের সব শেষ ম্যাচেও মাঠে ছিলেন না। কোমরের চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। তার দলও হেরেছে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে। এই অবস্থায় চোট অনেকটাই সেরে উঠায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা ছিল তার। তবে এই মাঠটির আউটফিল্ড ইনজুরি প্রবণ হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

স্টোকসকে নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সে ভাল উন্নতি করছে... প্রতিদিন আরও বেশি উন্নতি করছে, এটি ভাল লক্ষণ। তাকে নেটে সম্পূর্ণ ফিট অবস্থায় অনুশীলন করতে দেখা দারুণ। তবে সম্ভবত আগামীকালের ম্যাচে তার সম্ভাবনা কম।’

এ সম্পর্কিত আরও খবর