বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের হাইলাইট কখনও দেখেন না মরগান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-09 20:10:19

বলা হয়ে থাকে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরই পাল্টে গেছে ইংল্যান্ড ক্রিকেটের চেহারা। এরপর নতুন করে সবকিছুতে বদল এনে ২০১৯ বিশ্বকাপে শিরোপা জেতে ইংল্যান্ড। সেই দলের অধিনায়ক ছিলেন ইয়ন মরগান। আগামীকাল বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগে কথা বলেছেন তিনি। জানিয়েছেন ২০১৫ বিশ্বকাপের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সেই হাইলাইট কখনও দেখেন না তিনি।

ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ২০১৫ বিশ্বকাপের হাইলাইটস দেখেছেন কি-না মরগান; এমন প্রশ্নে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমি আসলে কখনই হাইলাইটগুলি দেখিনি। কারণ এটি সর্বদা ক্রপ করা মনে হয় আমার কাছে। আমার নিজেকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই।’

বাংলাদেশ দল নিয়ে মরগান বলেন, ‘তারা একটি ভাল দল। তাদের বিরুদ্ধে খেলা কঠিন। আমি বলব ২০১৫ সালে তাদের সীম বোলিং বিভাগে অনেক বেশি অভিজ্ঞতা ছিল। আমি মনে করি প্রতিভা অভিজ্ঞতার অভাব পূরণ করে। তারা একটি ভাল দল ছিল এবং সম্ভবত অ্যাডিলেডে আমাদের চেয়ে ভাল।’

ধর্মশালার কন্ডিশনে বাংলাদেশকে মোকাবেলা করা কঠিন হবে কি-না এমন প্রশ্নে মরগান বলেন, ‘বাংলাদেশ যেখানেই খেলুক না কেন তাদের বিপক্ষে খেলা কঠিন। কিন্তু আমি মনে করি এখানকার কন্ডিশন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডেরই বেশি মানানসই হবে। তাদের সবশেষ ম্যাচে আমরা কিছুটা বাউন্স দেখেছি যা আমাদের জন্য উপযুক্ত হতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর