সাকিব খেলতে চান, সুজন বললেন বিবেচনা করা হবে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-10-16 18:54:24

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে পায়ের পেশির ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার ফলে ব্যাট করার সময়ও পড়েছিলেন ইনজুরিতে, এমনকি সেই ম্যাচে নিজের বোলিং স্পেল শেষ করার পরই হাসপাতালে গিয়েছিলেন স্ক্যান করাতে। যার কারণে শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তার খেলয়া নিয়ে। তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব। 

সুজন বলেন, "সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে (ফিট) পাবো। আমাদের ধারণা, সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু (চোট) আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। তবে এখন ব্যথা নেই। আজ সুইমিং ছিল, সেখানে কিছু কাজও ছিল। শরীরের উপরিভাগ নিয়ে জিম করবে। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো (চোটের ব্যাপারে) পরিষ্কার একটা ছবি পাবো।" 

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে ভারতের বিপক্ষে, ১৯ অক্টোবর।  

এ সম্পর্কিত আরও খবর