জামাল ভূঁইয়াদের ‘ফাইনাল অব দ্য ইয়ার’

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-17 10:13:26

ম্যাচ জিতলে মিলবে বিশ্বকাপ টিকিট। হারলে আগামী এক বছরে থাকবে না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। পরিস্থিতিই বলে দিচ্ছে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে মালদ্বীপের মাটিতে প্রথম লেগের ম্যাচটা ড্র হয় ১-১ গোলে। আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই তুঙ্গে। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনের কথাতেই পরিষ্কার, জেতার জন্যই মাঠে নামবে তারা। মাইক্রোফোন হাতে নিয়েই জামাল জানালেন বললেন, আসন্ন ম্যাচটা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ (মঙ্গলবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় মাঠে নামবে দল দুটি। অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় পরের রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের হাতে।

জামাল বলেন, “কালকের ম্যাচ হবে আমাদের জন্য ম্যাচ অব দ্য ইয়ার। বড় ম্যাচ, ফাইনাল অব দ্য ইয়ার। জিততে হবে যেভাবেই হোক।“

ফিরতি লেগের এই ম্যাচটি ঘরের মাঠে। তাই আত্মবিশ্বাসটাও বাড়তি থাকছে বাংলাদেশ অধিনায়কের। হোম গ্রাউন্ডের সুবিধা কোনোমতেই হাতছাড়া করতে চাননা তিনি।

জামাল  আরও বলেন, “মালদ্বীপ নিজেদের মাঠে খুব ভালো খেললেও বাইরে ওদের দুর্বলতা আছে। তা ছাড়া আমরা খেলব নিজেদের মাঠে, এটা আমাদের সুবিধা দেবে । তাই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।“

 

এ সম্পর্কিত আরও খবর