বৃষ্টি বিঘ্নিত দিনে টসে জিতে ফিল্ডিংয়ে প্রোটিয়ারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-17 15:16:59

বিশ্বকাপে প্রোটিয়াদের শুরুটা হয়েছে বিধ্বংসী, অসাধারণ, নজরকাড়া। এতসব বিশেষণের প্রাপ্য কাজ যেন দুই ম্যাচেই করে ফেলেছে দলটি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের দিনে দলটি করেছিল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪২৮ রান। পরের ম্যাচে তাদের কাছে পাত্তাই পায়নি বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। জয়ের ধারা ধরে রাখতে তাদের সামনে এবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। অন্যদিকে বিশ্বকাপে ডাচদের যাত্রা শুরু ঠিক মরুর বিপরীত। দুই ম্যাচেই হেরেছে তারা। তবে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বেশ ভালোভাবেই লড়াই করেছিল নেদারল্যান্ডস। তবে পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে একেপেশে ভাবে। ধর্মশালায় এই দল দুটি আজ মুখোমুখি হচ্ছে নিজেদের তৃতীয় ম্যাচে।

ম্যাচের আগের দিন ধর্মশালায় বৃষ্টি হওয়ায় আজকের ম্যাচ নিয়ে দেখা দেয় শঙ্কা। এই মাঠের আউটফিল্ড নিয়ে ইতিমধ্যেই হয়েছে বেশ সমালোচনা। এদিন টসের ঘণ্টা খানেক আগেও নামে বৃষ্টি। তবে তা খানিক বাদে থেমে গেলেও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। ম্যাচ অফিশিয়ালসরা জানায় টস হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। তবে বৃষ্টি ফের আসায় সেখানেও হলো দেরি। শেষ পর্যন্ত দুপুর আড়াইটা পেরিয়ে হয়েছে টস। হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আসরের ১৫তম ম্যাচের টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। প্রোটিয়াদের একাদশে এসেছে এক পরিবর্তন। ভেজা আউটফিল্ডে পেস আক্রমণ বাড়াতে তাব্রাইজ শামসির বদলে দলে ফিরেছেন জেরাল্ড কুটসিয়া। ডাচরাও মাঠে নামবে একাদশে এক পরিবর্তন নিয়ে। রায়ান ক্লেইনের পরিবর্তে দলে এসেছেন লোগান ভন বিক।

খেলা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও ৫০ ওভারেরই হবে প্রতি ইনিংস। 

গত বছরের স্মৃতিকে ঘরে ডাচরা যেন অনেকটাই আত্মবিশ্বাসী। কেননা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে অঘটন ঘটিয়েছিল তারা। আরও একবার সেটি ঘটাতে মুখিয়ে ইউরোপিয়ান দলটি। তবে সেখানে সতর্ক থাকছে দক্ষিণ আফ্রিকা। গতবারের অঘটনে এবার আর ধরা দিতে নারাজ টেম্বা বাভুমার দল। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভন বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

এ সম্পর্কিত আরও খবর