বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-19 10:34:18

পুনেতে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। যা এবারের বিশ্বকাপে পুনেতে হওয়া প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই এই অঞ্চলের সমর্থকরা মুখিয়ে আছে ম্যাচটি মাঠে বসে দেখতে। তার ওপর স্বাগতিকদের ম্যাচ। তবে এ ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে পুনের বৃষ্টি।

ম্যাচের আগেরদিন গতকাল (বুধবার) পুনেতে স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। ফলে মঙ্গলবারে ধর্মশালায় হওয়া দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের মতো কমিয়ে আনা হতে পারে ম্যাচের পরিধি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজকের ম্যাচের সময়ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সেটি হলেও এর তীব্রতা খুব কম হবে বলে জানান তাঁরা। গতকাল কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ার সাথে সাথেই পিচ ঢেকে দেন মাঠ-কর্মীরা। তারপরও এই বৃষ্টির প্রভাব আজ পুরো মাঠেই লক্ষ্য করা যেতে পারে।

জয়ের ধারা অব্যাহত রাখতে বেশ আত্মবিশ্বাসের সাথেই আজ মাঠে নামবে ভারতীয় খেলোয়াড়রা। এদিকে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চটাই মাঠে উজাড় করে দিবে টাইগাররা।

এ সম্পর্কিত আরও খবর