অজিদের ঝোড়ো শুরু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-20 15:40:52

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তবে এবারে আসরে অজিদের যাত্রাটা ছিল ভিন্ন। শুরুর দুই ম্যাচে পায়নি জয়ের দেখা, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও সল্প লক্ষ্যে দলটিকে ভুগতে হয়েছে। সেমির আশা জিইয়ে তাই জয়ের ধারা বজায় রাখার বিকল্প নেই।

অস্ট্রেলিয়ার সামনে সময়ের অন্যতম পেস অ্যাটাকের দল পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে তাই শুরু থেকেই সতর্ক দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তবে সময় গড়ালে পেসারদের ওপর চড়াও হয়েছেন তারা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে বিনা উইকেটে ৮২ রান করেছে অজিরা। ৪০ রানে অপরাজিত আছেন ওয়ার্নার। অপর প্রান্তে মার্শ ব্যাট করছেন ৩৫ রানে। 

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান দলে বিশ্বকাপ অভিষেক হচ্ছে উসামা মিরের। শাদাব খানের পরিবর্তে দলে সুযোগ হয়েছে তার। এর আগে সবশেষ ম্যাচেই ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। তাই ফের জয়ের ধারায় ফিরতে মরিয়া বাবর-রিজওয়ানরা।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ, উসামা মির।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

এ সম্পর্কিত আরও খবর