দ্রুতই ৩ উইকেট হারিয়ে অজিদের বড় সংগ্রহে প্রাথমিক ধাক্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-20 17:29:51

ইনিংসের নবম ওভার থেকে শুরু হওয়া তাণ্ডব চলল প্রায় ৩৪ ওভার পর্যন্ত। সেঞ্চুরির দেখা মার্শের ফেরার পর দ্রুতই আরও দুটি উইকেট হারায় অজিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৯৭ রান করেছে অজিরা। 

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন মার্শ ও ওয়ার্নার। তবে ৮ ওভার পরই পাকিস্তানি পেসারদের ওপর চড়াও হ্ন তারা। পেসার হারিস রউফকে স্বাগত জানায় তার শুরুর ওভারে ২৪ রান নিয়ে। প্রথম পাওয়ারপ্লেতে ৮২ রান তোলার পর একই গতিতেই এগোতে থাকেন এই দুই ব্যাটার। ১৫ ওভারের মধ্যেই দুজন পান ফিফটির দেখা। সময় গড়ালে ভাঙেন ওয়ানডে বিশ্বকাপে অজিদের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। ২০১১ বিশ্বকাপে শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনের ১৮৩ রানের জুটিটি ছিল এই মাঠেই।

১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদি এর বলে মার্শ ফিরলে ভাঙে ২৫৯ রানের ওপেনিং জুটি। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে আক্রমণাত্মক খেলা চালানো জন্য নামা গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন প্রথম বলেই। স্টিভ স্মিথও (৭) ফিরলেন দ্রুতই। 

 

এ সম্পর্কিত আরও খবর