মুম্বাইতে পা রাখল বাংলাদেশ দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-20 22:05:26

পরপর তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দলে সবার মানসিকভাবে বিপযস্ত থাকারই কথা। আগের ম্যাচে পুনেতে শান্ত-লিটনদের হেসেখেলেই হারিয়েছে ভারত। পরের ম্যাচ মুম্বাইতে। মহারাষ্ট্রেরই আরেক শহরে। দূরত্ব কেবল দেড়শো কিলোমিটারের। তাই বিমান যোগের বদলে বাসে করেই পরের ভেন্যুতে এলো বাংলাদেশ।

প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দাপুটে জয় পেলেও টুর্নামেন্টের এই পর্যায়ে বেশ ব্যাকফুটে সাকিবরা। টিম বাসে করে মুম্বাইয়ে পৌঁছাতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। সঙ্গে আশেপাশের অপরুপ সৌন্দর্য হয়তো কিছুটা হলেও চাঙ্গা করবে বাংলাদেশ দলকে।

আগামী ২৪ অক্টোবর বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ। এর আগে রোববার ওয়াংখেড়েতে দুপুর ২টা থেকে অনুশীলন আছে সাকিবদের। মুম্বাইতে এর আগে কেবল একবারই খেলেছিল বাংলাদেশ । ১৯৯৮ সালে স্বাগতিকদের কাছে সেই ম্যাচ হেরেছিল ৫ উইকেটে।

এ সম্পর্কিত আরও খবর