টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠাল ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-22 14:14:16

নিজেদের চারটি ম্যাচের সবগুলোতেই জিতেছে ভারত ও নিউজিল্যান্ড। পেয়েছে ফেবারেটের তকমা। আজ এক দল থাকবে অপরাজিত। অন্য দল দেখবে আসরের প্রথম হারের দেখা। দ্বিতীয় অপশনটি স্বাভাবিকভাবেই এড়াতে চাইবে দুই দলই। স্বাগতিক দল হওয়ায় কিছুটা এগিয়েই থাকবে রোহিতরা। তবে পরিসংখ্যান আবার ভিন্ন মোড়ে। গত ২০ বছরে আইসিসির কোনো ইভেন্টে কিউইদের হারাতে পারেনি ভারত। সেদিক থেকে রাচিন-কনওয়েরা অনেকটা নির্ভার হয়েই নামবে মাঠে। জমজমাট এই লড়াইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে নামছে দল দুটি।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। চোটে পড়া হার্দিক পান্ডিয়ার বদলে একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে শার্দূল ঠাকুরের বদলে একাদশে ফিরেছেন মোহাম্মদ শামি। অন্যদিকে আগের ম্যাচের পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে কিউইরা। 

ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

 

এ সম্পর্কিত আরও খবর