ইসরায়েলের ইউরো বাছাইয়ের স্থগিত ম্যাচগুলো হবে হাঙ্গেরিতে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-01 10:59:27

ইসরায়েল-হামাস সংঘর্ষের কারণে গত মাসে ইসরায়েলের সব ধরণের ফুটবল ম্যাচ স্থগিত করেছিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যার মধ্যে ছিল ইউরো ২০২৪ বাছাইয়ের দুটি ম্যাচ। ইসরায়েলের স্থগিত হওয়া সেই ম্যাচ দুটি চলতি মাসে আয়োজন করবে ইউরোপিয়ান দেশ হাঙ্গেরি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় উয়েফা।

ইউরো বাছাইয়ের গ্রুপ ‘ই’-এর ইসরায়েলের বিপক্ষে সুইজারল্যান্ডের ম্যাচটি আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোমানিয়ার বিপক্ষে তাদেরপরের ম্যাচটি হবে ১৮ নভেম্বর।

ম্যাচগুলো দর্শকদের নিয়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উয়েফা।

এ সম্পর্কিত আরও খবর