সুপার ওভার থ্রিলারে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-07 17:35:23

জয় পেতে ১৭ বলে ১৭ রান প্রয়োজন পাকিস্তানের মেয়েদের। বাংলাদেশের মেয়েদের চাই ৩ উইকেট। লক্ষটা ১৫ রানে নেমে আসার পর উইকেট হারায় পাকিস্তান। জয়ের সম্ভাবনা বাড়ে তাতে। তবে না উম্মে হানি এসে দুটি বাউন্ডারি আদায় করে ম্যাচটা প্রায় কেড়েই নেন। না শেষ করতে পারেননি তিনিও। রান আউট হয়ে ১১ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।

জয়ের সম্ভাবনা উকি দেয় বাংলাদেশ দলের। জয় থেকে তখনও চার রান দূরে পাকিস্তান। জমে উঠে ম্যাচ। শেষ ওভারে পাকিস্তানের চায় ৩ রান। বাংলাদেশের ১ উইকেট। দুই রান নেওয়ার পর ম্যাচটা সমতায় আসলে রান আউটে উইকেট হারায় পাকিস্তান। নাটকীয় টাই হয় ম্যাচটা। এরপর সুপার ওভারের রোমাঞ্চ জিতে বাংলাদেশ হাসে স্বস্তির হাসি।

মিরপুরে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে সুপার ওভার নাটকীয়তা শেষে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।

এর আগে, চট্টগ্রামে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর মিরপুরে ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচেই হেরে বসে বাংলাদেশ। সিরিজে ফিরতে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় পাকিস্তানকে ১৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে বাংলাদেশ। দলের হয়ে ফারজানা হক ৪০ অধিনায়ক নিগার সুলতানা করেন সর্বোচ্চ ৫৪ রান।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। কোনো ব্যাটারকেই উইকেটে থিতু হতে দেয়নি বাংলাদেশি বোলাররা। এরপরও ম্যাচেই ছিল পাকিস্তান। তবে নাজিয়া আলভী ২২ রানে ফেরার পর তালগোল পাকিয়ে ফেলে বাকিরা। রানের চাপে শেষ তিন ব্যাটারই রান আউটের ফাঁদে পড়েন। পাকিস্তানের ইনিংস থামে বাংলাদেশের সমান ১৬৯ রানে। সুপার ওভারে গড়ায় ম্যাচ।

সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৭ রান জমা করে পাকিস্তান। জবাবে ব্যাট হাতে উইকেটে নেমেই চার হাঁকান মুস্তারি। এরপর অবশ্য সাজঘরে ফিরতে হয়েছে তাকে। একটা সময় জিততে শেষ বলে দুই রান করতে হতো বাংলাদেশকে। তবে দায়িত্ব নেন অধিনায়ক নিগার। বাউন্ডারি আদায় করে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন তিনি। সিরিজে ফেরে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর