সুযোগ পেয়েও লেবাননকে হারানো হলো না বাংলাদেশের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-21 19:53:18

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল সেটিই ছিল দেখার। তবে হতাশ করেনি বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শক্তিশালী লেবাননের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে হাভিয়ের ক্যাবরেরার দল। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে হাল ছাড়েনি সোহেল-মোরসালিনরা।

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মোরসালিনের গোলে ম্যাচে সমতা টানে বাংলাদেশ। এরপর সুযোগ ছিল ম্যাচের জয় নিশ্চিত করা। যদিও গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত সেটি হয়নি। তবে ঠিকই ১-১ গোলের ড্র’য়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে একটি পয়েন্ট অর্জন করে নিয়েছে বাংলাদেশ।

এদিন কিংস অ্যারেনায় গ্যালারি ভর্তি দর্শকের সামনে প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেললেও ২০ মিনিটের পর সুযোগ তৈরি করতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম সুযোগটা তৈরি করেন শেখ মোসরালিন। এক ডিফেন্ডারকে কাটিয়ে তৈরি করেছিলেন দারুণ এক সুযোগ। তবে তা শেষমেশ কাজে লাগাতে পারেননি বক্সে লেট রান নিয়ে আসা সোহেল রানা জুনিয়র। তার আগেই বলটা ক্লিয়ার করেন লেবানিজ ডিফেন্ডার।

এরপর ৩৪ মিনিটে ফের আক্রমণে উঠে বাংলাদেশ। ডান দিকে আক্রমণে উঠে এসে ফয়সাল আহমেদ ফাহিম দারুণ এক সুযোগই তৈরি করেছিলেন। নিচু ক্রস করেছিলেন বক্সের মাঝে। শেখ মোরসালিন জায়গামতো দাঁড়িয়েও ছিলেন। কিন্তু বলটা শেষমেশ লেবানিজ ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে যায়। বাংলাদেশের হাত ফসকে বেরিয়ে যায় সুযোগটা।

এরপর আর আক্রমণে উঠার সুযোগ পায়নি লেবানন। উল্টো বিরতির আগে কোনো রকমে গোল হজম করা থেকে বেঁচেছে দলটি। ৪৪ মিনিটে ফাহিমের বাড়ানো বল জালে জাড়নোর সহজতম সুযোগটি পেয়েছিলেন মোরসালিন। তবে শেষ পর্যন্ত জাল খোঁজে পায়নি তার পা। গোল মিসের হতাশা নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। শুরুতে সময় নিলেও পরে আক্রমণে উঠে বাংলাদেশ। যদিও প্রথম গোলটা পায় লেবাননই। গোলরক্ষক শ্রাবণ ও রক্ষণের ভুলে জটলার মধ্যে বলটা গিয়ে পড়ল বদলি হিসেবে নামা মাজেদ ওসমানের পায়ে। ৬৮ মিনিটে বল জালে জড়িয়ে লেবাননকে এগিয়ে নেন তিনি। ম্যাচে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

পিছিয়ে পড়া বাংলাদেশকে বহুবার ম্যাচে ফিরিয়েছেন মোরসালিন। আজ আবারও ওই একই কাজটাই করলেন। বক্সের বাইরে থেকে ৭২ মিনিটে আগুনে এক শটে গোলরক্ষককে ফাঁকি দিলেন, বলটা নিয়ে আছড়ে ফেললেন লেবাননের জালে। গোল হজম করার তিন মিনিটের মাথায় আবারও ম্যাচে ফিরল বাংলাদেশ।

এরপর আরও বেশ কবার গোল করার সুযোগ পায় বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ বাঁশি বাজার আগে গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মোরসালিন। নয়তো বিজয়ের পতাকা উড়িয়েই মাঠ ছাড়তে পারব বাংলাদেশ। সেটি না হলেও ঠিকই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর