শামির সাফল্য হজম করতে পারেননি পাকিস্তানি সাবেকরা!

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-11-22 20:46:16

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ভারতের মোহাম্মদ শামি। প্রথম চার ম্যাচে একাদশে সুযোগ পাননি। বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে পড়ার পর দলে জায়গা হয় তার। এরপরের গল্পটা রুপকথার মতো। একের পর এক ম্যাচে তার আগুনে বোলিংয়ে নাকাল হয়েছে প্রতিপক্ষ। ৭ ম্যাচে ২৪ উইকেট ঝুলিতে পুরেছেন এই গতিতারকা। তবে তার এই সাফল্য নাকি পাকিস্তানি সাবেকরা খুব একটা ভালো চোখে দেখেননি!

কথাটা খোদ মোহাম্মদ শামির। অ্যাথলেটিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন এই ভারতীয় পেসার। পাকিস্তানি সাবেক খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি তো (শুরুর দিকে) খেলছিলাম না। তবে যখন খেলা শুরু করি, তখন প্রথম ম্যাচে ৫ উইকেট,  এরপর ৪ উইকেট, পরের ম্যাচে আবার ৫ উইকেট পাই। এখন পাকিস্তানের কিছু (সাবেক) খেলোয়াড় যদি এটা হজম করতে না পারেন, তাহলে আমি কি করব?’

বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ভারত ৫৫ রানে ধসিয়ে দেয়, মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট পান মোহাম্মদ শামি। সে সময় পাকিস্তানের এক টিভি চ্যানেলে দেশটির সাবেক ক্রিকেটার হাসান রাজা অভিযোগ করেন, ‘বল যেমন আচরণ করছে, আমার মনে হয় ইনিংসের মাঝপথে বল পাল্টানো হচ্ছে। আইসিসি, আম্পায়ার্স প্যানেল বা বিসিসিআই যেই বল দিক না কেন, এটা খতিয়ে দেখা উচিৎ।’

হাসান রাজাদের এমন সমালোচনার জবাব দিতে গিয়ে শামি বলেন, ‘(এসব বলার কারণ হচ্ছে) তারা মনে করে, তারাই সেরা। আমার মতে, যারা প্রয়োজনের সময় পারফর্ম করে তারাই হচ্ছে সেরা। যারা পরিশ্রম করে, পারফর্ম করে, দলের জন্য সচেষ্ট থাকে - আমার মতে এরাই সেরা।’

স্বপ্নের বিশ্বকাপে তুলির শেষ আঁচড়টা অবশ্য ঠিকঠাক দিতে পারেননি শামি। ফাইনালে নিজের করা প্রথম ওভারে ওয়ার্নারকে তুলে নিয়েছিলেন। তবে এরপর আর উইকেটের দেখা পাননি শামি। জয়ের দেখা পায়নি তার দল ভারতও। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে সাঙ্গ হয়েছে তাদের বিশ্বকাপ মিশন।

এ সম্পর্কিত আরও খবর