কোহলি-রোহিতদের কোচ থাকতে চান না দ্রাবিড়

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-11-23 16:02:25

কে জানে, ১৯ নভেম্বর রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত উৎসব করতে পারলে হয়ত দ্রাবিড়ের সিদ্ধান্ত অন্যরকম হতে পারত। তবে তেমনটা হয়নি। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে ভারত। দ্রাবিড়ও তাই ভারতের কোচ হিসেবে চুক্তি নবায়নে আর আগ্রহী নন, এমনটাই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

বিসিসিআই সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের হেড কোচের পদ ছাড়তে চাইছেন দ্রাবিড়। তার জায়গা নিতে আগ্রহ ব্যক্ত করেছেন দ্রাবিড়ের সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। ভারতের কোচ হতে তার আগ্রহের কথা জানিয়ে সে সূত্র বলেন, 'এই পদের জন্য অনেক আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ। বিশ্বকাপ চলাকালে তিনি আহমেদাবাদে গিয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন।’

শিগগিরই ভারতের কোচ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারেন বলেও যোগ করেছে সে সূত্র, ‘উনি একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবেন এবং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন স্থায়ী কোচ হিসেবে।'

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও সূর্যকুমারদের হেড কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ।

এদিকে দ্রাবিড়ের চুক্তি নবায়ন করতে না চাওয়ার বিষয়টি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের অপর একটি সূত্র, ‘ফুল টাইম কোচ হিসেবে আর কাজ করতে চান না দ্রাবিড়, বিষয়টি তিনি বিসিসিআইকে জানিয়েছেন। ২০ বছর ধরে টানা ক্রিকেট খেলেছেন, কোচ হিসেবে আবারও একইরকম চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাই এটা আর করতে চাচ্ছেন না তিনি।’

জাতীয় দলের কোচের পদ ছাড়লেও কোচিং থেকে নির্বাসন নিতে চান না দ্রাবিড়। বরং কোহলিদের দায়িত্ব নেয়ার আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে যে দায়িত্বে ছিলেন সেখানেই তিনি ফিরে যেতে চান বলেও জানায় বিসিসিআইয়ের ওই সূত্র, ‘সে দায়িত্বে ফিরে গেলে তার নিজের শহর বেঙ্গালুরুতে থাকতে পারবেন। দ্রাবিড় এখন আর পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহী নন, তবে মাঝেসাঝে কোচিং করাতে আপত্তি নেই তার।’

এ সম্পর্কিত আরও খবর