সূর্যকুমারের 'ক্যাপ্টেন'স নক'-এ জলে গেল ইংলিসের সেঞ্চুরি

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-11-23 23:36:12

বিশ্বকাপটা ভালো যায়নি সূর্যকুমার যাদবের। যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন, ঠিক নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ওয়ানডেতে তাকে দল থেকে বাদ দেয়া নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে বলা যায়।

তবে যে ফরম্যাটে সূর্যকুমার বরাবরই উজ্জ্বল, বিশ্বকাপের পরপর সেই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ারকে টেনে তোলার সুযোগটা কাজে কী দারুণভাবেই না কাজে লাগালেন সূর্যকুমার! অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে 'ক্যাপ্টেন'স নক' খেলে দলকে এনে দিলেন ২ উইকেটের জয়।

অস্ট্রেলিয়ার দেয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেয়েছিল ভারত। ২২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। তৃতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়ে শুরুর সে ধাক্কা সামাল দিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন ঈশান কিষান এবং সূর্যকুমার।

ইনিংসের ১৩তম ওভারে তানভির সাঙ্ঘার শিকার হয়ে কিষান (৫৮) ফিরলেও লড়াই চালিয়ে যান অধিনায়ক সূর্যকুমার। জেসন বেহরেনডর্ফের নাকল বলে কাবু হওয়ার আগে খেলেন ৪২ বলে ৯ চার ও চার ৪ ছক্কায় ৮০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস।

১৮তম ওভার যখন সূর্যকুমার ফিরে যান, ভারতের তখন চাই ১৪ বলে ১৫ রান। তবে লেজের সারির ব্যাটাররা দ্রুত রান তুলতে নিজেদের উপর চাপ বাড়ান। শেষ ওভারে ৩ উইকেট হারায় ভারত, যার মাঝে দুটি রানআউট। তবে অলরাউন্ডার রিংকু সিংয়ের ১৪ বলে ২২ রানে মহামূল্যবান ক্যামিওতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এর আগে বিশাখাপট্টনমে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া জশ ইংলিসের (১১০) সেঞ্চুরি এবং স্টিভ স্মিথের (৫২) ফিফটিতে ৩ উইকেটে ২০৮ রান তোলে। তবে সূর্যকুমার-ঈশানদের ব্যাটের সামনে এই লক্ষ্যও যথেষ্ট হলো না।

এ সম্পর্কিত আরও খবর