নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-01 12:54:09

আগের দিনের পুরো সময়জুড়ে ম্যাচ নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ। তবে সিলেট টেস্টের চতুর্থ দিনটা শুরু হলো ধাক্কা দিয়ে। ক্যাপ্টেন্সির অভিষেকে শতক পাওয়া নাজমুল হোসেন শান্ত এদিন ফিরলেন দ্বিতীয় ওভারেই। এরপর নিয়মিত বিরতিতেই উইকেত হারিয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯৪ ওভার শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছে শান্তরা। 

আগের দিনের করা ২১২ রান থেকে দিন শুরু করে স্বাগতিকরা। কিউইদের সামনে লক্ষ্যটা বড় রাখার আশায় সেখানে প্রথম ধাক্কা আসে দ্বিতীয় ওভারেই। বিপক্ষ দলের অধিনায়ক টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এর আগে নিজের ১৯৮ বলে ১০ চারের মারে নিজের ব্যক্তিগত খাতায় যোগ করেন ১০৫ রান। 

অপর প্রান্তে থিতু হন মুশফিকুর রহিম। তবে নিজের লাল বলের ক্রিকেটের অভিষেক রাঙাতে আরও একবার ব্যর্থ হলেন শাহাদত হোসেন দিপু। আগের ইনিংসে কিছুটা রয়েসয়ে ২৪ রান তুললেও এদিন শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এই ডানহাতি ব্যাটারকে। তবে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না সেই মেজাজ। ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন তিনি (১৯)।

এরপর মুশফিকে আশা দেখছিল দল। তবে দলীয় ২৭৮ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরলেন তিনিও। ১১৬ বলে করেন ৬৭ রান। নুরুল হাসান সোহানও ফিরলেন দ্রুতই। বর্তমানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ দেখেশুনে এগোচ্ছেন বড় একটা লক্ষ্য দাড় করানোর আশায়। ৩২ রানে ব্যাট করছেন তিনি।  

এ সম্পর্কিত আরও খবর