নিউজিল্যান্ডের সামনে শান্তদের ৩৩২ রানের চ্যালেঞ্জ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-01 16:17:54

আগের দিনের ফর্ম বিবেচনায়, আরেকটু বড় লক্ষ্যের সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ায় প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ফিফটিতে লিড পেরোয় তিন’শয়ে। 

আগের দিনের করা ২১২ রান থেকে দিন শুরু করে স্বাগতিকরা। কিউইদের সামনে লক্ষ্যটা বড় রাখার আশায় সেখানে প্রথম ধাক্কা আসে দ্বিতীয় ওভারেই। বিপক্ষ দলের অধিনায়ক টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এর আগে নিজের ১৯৮ বলে ১০ চারের মারে নিজের ব্যক্তিগত খাতায় যোগ করেন ১০৫ রান।

অপর প্রান্তে থিতু হন মুশফিকুর রহিম। তবে নিজের লাল বলের ক্রিকেটের অভিষেক রাঙাতে আরও একবার ব্যর্থ হলেন শাহাদত হোসেন দিপু। আগের ইনিংসে কিছুটা রয়েসয়ে ২৪ রান তুললেও এদিন শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এই ডানহাতি ব্যাটারকে। তবে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না সেই মেজাজ। ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন তিনি (১৯)।

এরপর মুশফিকে আশা দেখছিল দল। তবে দলীয় ২৭৮ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরলেন তিনিও। ১১৬ বলে করেন ৬৭ রান। নুরুল হাসান সোহানও ফিরলেন দ্রুতই। শেষের দিকে মিরাজের ফিফটির রানের ভরে সংগ্রহ দাড়ায় ৩৩৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন অ্যাজাজ প্যাটেল।

এ সম্পর্কিত আরও খবর