১২ বছরের খরা কাটাতে শান্তদের দরকার ১৩৫ রান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-27 13:59:01

১ রানে তিন উইকেট, ২০ রানে চার এবং ৫০ রানে পাঁচটা। মাহেদি-শরিফুলদের বোলিং নৈপুণ্যর দিনে কিউইদের সংগ্রহের খাতাটা আরও কিছুটা ছোট হতে পারতো। তবে জেমস নিশামে মান বাঁচল স্বাগতিকদের। তার ৪৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৩৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাল স্বাগতিকরা।  

এর আগে কিউইদের মাটিতে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায় নি বাংলাদেশ। এক যুগের সেই খরা কাটিয়ে ইতিহাস গড়তে বাকি কাজ এখন ব্যাটারদের। 

নেপিয়ারে আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে স্বাগতিক দল। 

কিউইদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে শুরুতে স্পিন অ্যাটাকে সাহসী সিদ্ধান্ত নেন তিনি। তবে তাকে হতাশ করেননি শেখ মাহেদি। ইনিংসের চতুর্থ বলেই তুলে নেন উইকেট। বোল্ড হয়ে রানের খাতা না খুলেই ফেরেন উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট। 

পরের ওভারেই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরিফুলের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করেন আরেক ওপেনার ফিন অ্যালেন। সেটি তালুবন্দি করতে কোনো ধরণের ভুল করলেন না এক বছর পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার। পরের বলেই গ্লেন ফিলিপসকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরিফুল। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও ডিআরএসে আসে আউটের সিদ্ধান্ত। দলীয় কেবল ১ রানেই তিন কিউই ব্যাটার ফেরেন সাজঘরে।  

দলীয় ২০ রানের মাথায় টপ-অর্ডারের আরেক ব্যাটার ড্যারিল মিচেলকে ফেরান মাহেদি। শরিফুলের পর এই অফ-স্পিনিং অলরাউন্ডারও তুলে নিলেন জোড়া উইকেট। 

শুরুর বিধ্বস্ত অবস্থা সামলে জেমস নিশামকে নিয়ে এগোতে থাকেন চ্যাপম্যান। তবে তাকেও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দিলেন না সফরকারীরা। ম্যাচে নিজের প্রথম ওভার বল করতে এসেই চ্যাপম্যানকে (১৯) ফেরান রিশাদ। 

তবে থিতু হন জেমস নিশাম। অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যক্তিগত ২৩ রানে ফিরলেও তাণ্ডব জারি রাখেন নিশাম। তবে ফিফটি পূরণের আগে তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় ১১০ রানের মাথায় ২৯ বলে ৪৮ রান করে ফেরেন নিশাম। এরপর শেষ দিকে অ্যাডাম মিলনের ১৬ রানের ক্যামিওতে ১৩৪ রানের সংগ্রহ পায় কিউইরা। 

৪ ওভারে ২৬ রান খরচে সর্বোচ্চ তিন উইকেট নেন শরিফুল। মাহেদি ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট।

এ সম্পর্কিত আরও খবর