নওয়াজের ফিফটিতে লড়াকু পুঁজি খুলনার

বিপিএল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-26 16:01:59

ঢাকা পর্ব শেষে আজ (শুক্রবার) থেকে শুরু হলো এবারের বিপিএলের সিলেট পর্ব। চায়ের শহরের স্পোর্টিং উইকেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা ও রংপুর। যেখানে টসে জিতে শুরুতে বোলিং নিয়ে ১৬০ রানে খুলনা টাইগার্সের ইনিংসের সমাপ্তি ঘটাল সাকিবের রংপুর রাইডার্স।

এদিন টসে জিতে শুরুতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। বল হাতে শুরুতেই আঘাত হানেন মাহেদি হাসান, অধিনায়ক এনামুল হক বিজয়কে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার।

ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় উইকেটটি শিকার করেন মাহেদি, মাহমুদুল হাসান জয়কে ফেরান ৭ রানে।

বল হাতে এদিন নিজের ঝলক দেখিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। বোলিংয়ে এসেই আফিফ হোসেন এবং ভাল খেলতে থাকা আরেক ওপেনার এভিন লুইসকে পরপর নিজের দুই ওভারে সাজঘরের পথ দেখান হাসান।

বরিশালের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলা এভিন আজও ছিলেন দারুণ ফর্মে। কিন্তু ২৫ বলে ৩৭ রান করেই হাসানের শিকার হন তিনি।

দুর্দান্ত খেলতে থাকা দসুন শানাকার উইকেটটিও তুলে নিয়েছেন হাসান মাহমুদই। ৩৩ বলে ৪০ রানে থাকা দসুনকে বোল্ড করেন হাসান।

খুলনার হয়ে ব্যাট হাতে এদিন নিজের সেরাটা দিয়েছেন মোহাম্মদ নওয়াজ, তুলে নেন অর্ধ-শতকও। খেলছেন ৩৪ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি চারের মার এবং ৩টি ছক্কা। ইনিংসের শেষ ওভারে রিপন মণ্ডলের ওভারে কাটা পড়েন নওয়াজ। তবে সাজঘরে ফেরার আগেই দলের হয়ে রানের পাল্লা ভারি করে গিয়েছেন, তার ব্যাটে ভর করেই ১৬০ রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স।

এ সম্পর্কিত আরও খবর