ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মাঠকে সাময়িক বিদায় জানিয়ে পরিণত হয়েছিলেন একজন রাজনীতিবিদ। এবারের বিপিএল শুরুর কিছুদিন আগে রাজনীতির মাঠ থেকে বিরতি নিয়ে তিনি ক্রিকেটের অনুশীলনে আবারও মাঠে নামেন। ফিটনেস সমস্যা মোকাবিলা করে বর্তমানে তিনি খেলছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে।
তবে বল হাতে খুব মলিন অবস্থায় আছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তার একাদশে থাকা নিয়েও সমর্থকদের মধ্যে প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজেকে নিয়ে মাশরাফি বেশ আত্মবিশ্বাসী।
শুক্রবার (২৬ জানুয়ারি) কুমিল্লার সঙ্গে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফিকে জিজ্ঞেস করা হয় আগামী বছরও কি তাকে বিপিএলে দেখা যাবে কিনা। জবাবে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেছেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’
তিনি আরও জানান, ‘আর শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো…কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’
এবারের বিপিএলে নিজের বাজে পারফরম্যান্স নিয়ে নিজেও কিছুটা হতাশ মাশরাফি। এমনকি চলতি আসরে তিনি খেলতেও আগ্রহী ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেকে মোটিভেট করার বিষয় যেটা বললাম, আমি ক্রিকেট খেলবো। আমি উপভোগ করি আমার ক্রিকেট। এখন শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস আগে দুর্ভাগ্যবশত আমি জানি না কী জন্য হয়েছে।'