এবার চাকরি গেল সালাহদের কোচের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-02-05 18:16:00

আফ্রিকায় চলছে কোচ ছাঁটাইয়ের হিড়িক। আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) ব্যর্থতার জেরে এখন পর্যন্ত চাকরি খুইয়েছেন ৭ কোচ। যাদের মধ্যে সর্বশেষ সংযোজন মিসরের কোচ রুই ভিতোরিয়া। আফকনের ইতিহাসে সবচেয়ে সফল দল মিসর, সাতবার এই শিরোপা ঘরে তুলেছে তারা। অথচ এবার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

রাউন্ড অব সিক্সটিনে মিসরের সামনে ছিল ডিআর কঙ্গো। সে ম্যাচে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকলেও টাইব্রেকারে ৮-৭ গোলে হেরে যায় তারা। এর আগে গ্রুপ পর্ব পার করতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। গ্রুপ ‘বি’তে ৩ ম্যাচে একটিতেও জয় পায়নি মিসর। তিনটি ম্যাচই ড্র করে কেবল ৩ পয়েন্ট নিয়ে কেপ ভার্দের পেছনে থেকে শেষ ষোলোতে জায়গা হয় তাদের।

দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর টুর্নামেন্ট থেকে ছিটকে যান। সে ধাক্কা সামাল আর টুর্নামেন্টে ছন্দে ফেরা হয়নি তাদের।

রবিবার (৪ ফেব্রুয়ারি) মিসরের ফুটবল ফেডারেশন (ইএফএ) এক বিবৃতিতে জানায়, বোর্ড পরিচালকদের সভায় কোচ ভিতোরিয়া এবং তার পুরো স্টাফকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

মিসরীয় ক্লাব আল-আহলির সাবেক কোচ মোহাম্মদ ইউসেফকে সালাহদের ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইএফএ।

এ সম্পর্কিত আরও খবর