প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএল শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। অথচ সেই জয়ের পর টানা ১০ ম্যাচ হেরেছে দলটি। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষটা জয় দিয়ে করতে তাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬০ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার সৈকত আলিকে হারায় স্বাগতিকরা। তিনে নামা অস্ট্রেলিয়ান জশ ব্রাউন ১১ রানের বেশি যোগ করতে পারেননি।
তবে তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে চট্টগ্রামের রানের চাকা সচল করেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং নিউজিল্যান্ডের টম ব্রুস। জিম্বাবুয়ের শন উইলিয়ামসের বলে সাব্বির হোসেনের ক্যাচ হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ রান, যাতে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা।
ব্রুস দুই রানের জন্য ফিফটি মিস করলেও তানজিদ ঠিকই সে মাইলফলক ছুঁয়েছেন। ৩৬ বলে ফিফটি স্পর্শ করা তানজিদ পৌঁছেছেন ৭০ রান পর্যন্ত। তার ১ চার এবং ৬ ছয়ে সাজানো ইনিংসে চড়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
ঢাকার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান জাতীয় দলের দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।