লিটন-হৃদয়দের হারিয়ে বিপদে কুমিল্লা 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-01 20:27:49

টসে জিতে আগে বোলিং! প্লে অফের তিন ম্যাচে এই বিষয়টি ছিল একদম ‘কমন’। সেখানে জয়ের দেখাও পেয়েছে টস জয়ের দল এবং তা রান তাড়া করেই। এবার ফাইনালে এসেও আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ফরচুন বরিশালের। তবে এমন সমীকরণ মিলিয়ে গোল বলের খেলায় নিশ্চয়তা না দেখাটাই কার্যত। তবে আত্মবিশ্বাসও তো রাখতে হবে ধরে! এতেই টস জুজু কাটাতে আগে ব্যাটিংয়ে নেমে লক্ষ্যটা বড় করতে রানের গতি বাড়িয়ে রেখেই এগোচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। 

তবে সেখানে ধাক্কাও এসেছে মোটে চারবার। এতে ইনিংস মাঝেই বড় বিপদের মুখে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংস মাঝে ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে কুমিল্লা। 

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নাটকীয়তার শিকার লিটন দাসের দল। ইনিংসের তৃতীয় বলে সুনীল নারাইনের ব্যাটের কানায় লেগে বল সোজা থার্ড ম্যানের কাছে। তবে সেখানে সহজ ক্যাচ ছেড়ে দেন ওবেদ ম্যাককয়। তবে এক বল পরেই যেন করলেন পাপের প্রায়শ্চিত্ত। সেই ওভারের পঞ্চম বলে ক্যারিবীয় বোলার কাইল মায়ার্সের বলে আরেক ক্যারিবীয় ব্যাটারের ক্যাচ ডানদিকে লাফিয়ে দারুণভাবে তালুবন্দি করলেন ক্যারিবীয় ম্যাককয়। 

সেই চাপ অনেকটাই সামলে নিয়েছিলেন আগের ম্যাচের দলের হয়ে রেকর্ড ১৪৩ রানের জুটি গড়া লিটন-হৃদয়। খেলছিলেনও দারুণ ছন্দে। তবে জেমস ফুলারের পরপর দুই ওভারে একদম কার্বন কপির আউটে সাজঘরে ফেরেন দুজনই। চতুর্থ ওভারে অফ স্ট্যাম্পের বাইরে এক বলে হৃদয়ের (১৫) নেওয়া শট ডিপ থার্ডম্যান অঞ্চলে দারুণভাবে লুফে নেন মাহমুদউল্লাহ। পরে পাওয়ার প্লের শেষ ওভারে ঠিক একইভাবে আউট হন লিটনও (১৬)। 

৪২ রানেই ৩ উইকেট হারিয়ে সেই চাপ জনসন চার্লসে ব্যাট চড়ে উতরে যাওয়ার স্বপ্ন দেখলেও সেটি ভাঙে ম্যাককয়ের বলে। দলীয় ৬১ রানের মাথায় সাজঘরে ফেরেন চার্লস (১৫)। 

 

এ সম্পর্কিত আরও খবর