ঢাকায় ফিলিস্তিন দল, অনুশীলন নেই আজ 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-23 14:37:19

বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলতে আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় ঢাকায় এসেছে পৌঁছেছে ফিলিস্তিন দল। আজ দলটির কোনো অনুশীলন সেশন নেই, থাকবেন বিশ্রামে। 

ফিলিস্তিনের ঢাকায় পৌঁছানোর বিষয়টি বার্তা.২৪-কে মুঠোফোন যোগে নিশ্চিত করেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। 

ফিরতি লেগের ম্যাচটি আগামী ২৬ মার্চ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এদিকে প্রথম লেগের ম্যাচ শেষ কুয়েত থেকে গত রাতেই দেশে পৌঁছেছেন জামাল-রাকিবরা। 

গত বৃহস্পতিবার রাতে প্রথম লেগের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে শুরুটা ভালো পেলেও প্রথমার্ধ শেষের আগে খেই হারিয়ে তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে হাভিয়ের কাবরেরার দল। জবাবে কোনো গোল শোধ না করায় ৫-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে জামালরা। 

বিশ্বকাপ ২০২৬ বাছাই ও এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের এই পর্বের তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট স্রেফ এক। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। 

এ সম্পর্কিত আরও খবর