লক্ষ্ণৌকে হারিয়ে জয় দিয়ে আইপিএল শুরু রাজস্থানের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-24 20:23:26

আইপিএল ২০২৪ আসরের চতুর্থ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। যেখানে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও জয়ের দেখা পায়নি লক্ষ্ণৌ। ২০ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটি নিজেদের ইনিংস লম্বা করতে না পারলেও অধিনায়ক সাঞ্জু স্যামসন দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। ৫২ বলে অপরাজিত ৮২ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি, যেখানে ছিল ৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার। নির্ধারিত ২০ ওভারে রাজস্থানের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লক্ষ্ণৌ। ওপেনার কুইন্টন ডি কক প্রথম ওভারেই সাজঘরে ফেরত যান, কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন এই প্রোটিয়া ব্যাটার। এরপরের দুই ওভারেও রাজস্থানের বোলারদের তোপের শিকার হন আরও দুই ভারতীয় ব্যাটার। দলীয় মাত্র ১১ রানেই লক্ষ্ণৌ হারিয়ে ফেলে তাদের টপ অর্ডারের তিন ব্যাটারকে।

তবে এদিন নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন লক্ষ্ণৌয়ের অধিনায়ক কে এল রাহুল। নিজের অর্ধশতক পূরণ করেন তিনি, শেষে ৪৪ বলে ৫৮ রান করে আউট হন। দল যখন বিপদে তখন লক্ষ্ণৌয়ের সমর্থকদের মনে আশা জাগান নিকোলাস পুরান। শুরু করেন ব্যাটিং তান্ডব। ৪১ বলে অপরাজিত ৬৪ রানে উইকেটে টিকে থাকলেও অপর পাশের সঙ্গীরা কেউই থিতু হতে পারেননি। নির্ধারিত ওভারে ১৭৩ রানেই থামতে হয় লক্ষ্ণৌকে।

এ সম্পর্কিত আরও খবর