লিটন যা করেছেন, তার ব্যাখ্যা নেই শান্তর কাছেও

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-25 17:01:39

৩৭ রানে ৪ উইকেট নেই, রানপাহাড়ে চাপা পড়ার দ্বারপ্রান্তে দল। দলের অন্যতম ‘সেরা’ ব্যাটার হিসেবে তখন দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশা ছিল লিটন দাসের কাছে। কিন্তু লিটন যা করলেন, তা ব্যাখ্যাতীত!

নিজের মোকাবিলা করা প্রথম বলটিকেই ডাউন দ্য উইকেটে এসে শুন্যে তুলে দিলেন লিটন। বিশ্ব ফার্নান্দোর বলে ওঠা সে ক্যাচ তালুতে জমিয়ে লিটনের বিদায় নিশ্চিত করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আরও একটা ‘গোল্ডেন ডাক’ বসে লিটনের নামের পাশে।

গতকাল (রবিবার) থেকেই এমন আউটের ব্যাখ্যা খুঁজে ফিরছেন সংবাদকর্মী থেকে সাধারণ সমর্থকরা! তৃতীয় দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ তা ব্যাখ্যা করতে পারেননি। ম্যাচশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এর কোনো ব্যাখ্যা নেই।

প্রশ্নকর্তাকে প্রশ্নটা লিটনকে করার পরামর্শ দেয়ার পরক্ষণে শান্ত বললেন, ‘লিটন যেভাবে আউট হয়েছে, টেস্ট ক্রিকেটে সচরাচর ব্যাটারদের এভাবে আউট হতে দেখা যায় না।’

এরপরই অবশ্য ‘লিটনের সময়টা পক্ষে নেই’ এবং ‘লিটন দলের অন্যতম সেরা ব্যাটার’ বলে সতীর্থকে কিছুটা অভয় দেয়ার চেষ্টা করেন। তবে সমর্থকরা সে অভয়কে কীভাবে নেবেন, সেটা একটা প্রশ্ন।

সাম্প্রতিক সময়ে লিটন দাসের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণ দলকে বারংবার বিপদে পড়তে হচ্ছে। অবস্থা বেগতিক দেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন। সিলেট টেস্টে এমন বিদঘুটে শট খেলে আউট হওয়ার পর চট্টগ্রাম টেস্টের দলে তার জায়গা শতভাগ যে নিশ্চিত নয়, তা বলে দেয়াই যায়।

এ সম্পর্কিত আরও খবর