অনন্য এক রেকর্ডের মালিক হলেন রাসেল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-31 18:42:49

আইপিএলের চলতি আসরটা ভালই শুরু করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের পর আন্দ্রে রাসেলের ব্যাটের ওপর ভর করে দলীয় রানপাহাড়ে চড়ে কেকেআর। দ্বিতীয় ব্যাটিংয়ে না নামলেও বল হাতে দুইটি উইকেট শিকার করেছেন ক্যারিবিয় এই অলরাউন্ডার। এতেই গড়েছেন বিরল এক রেকর্ড।

আইপিএলে দুই হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারীর তালিকায় জায়গা পেল রাসেলের নাম। তার আগে কেবল একজনের নামে আছে এই বিরল কীর্তিটি, তিনি হলেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার প্রথম রেকর্ড গড়েছিলেন তিনি। ভারতীয় এই অলরাউন্ডার এখন পর্যন্ত আইপিএলের ১৭৫ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২৭২৪ রান। একইসঙ্গে ১৯৯ ইনিংসে বল হাতে শিকার করেছেন ১৫২টি উইকেট।

এর আগে কোনো বিদেশী ক্রিকেটার এই অনন্য রেকর্ডে নাম লেখাতে পারেননি, তবে রাসেল করে দেখিয়েছেন। সবমিলিয়ে বিশ্বের ২৪তম বোলার হিসেবে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ক্যারিবিয়ান তারকা। এছাড়া সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট শিকারের তালিকায়ও আছে তার নাম।

এ সম্পর্কিত আরও খবর