বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ অজি অধিনায়ক হিলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-05 14:11:04

কদিন আগেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পোস্টের এক স্থিরচিত্রে দেখা মিলে অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে জামদানী শাড়ি উপহার দিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে হিলির হাস্যজ্জল মুখ বলে দেয় আর যাই হোক বাংলাদেশের আতিথেয়তায় তারা মুগ্ধ। 

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসে অস্ট্রেলিয়া। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই ৩-০ ব্যবধানে জেতে সফরকারীরা। এই বাংলাদেশের মাটিতেই চলতি বছর বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এতে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারল হিলি-পেরিরা। 

গত কাল শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে শেষ হলো অজিদের বাংলাদেশ সফরও। সেখানে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের বিষয় নিয়েও আলাপ করলেন হিলি। বললেন বাংলাদেশের মানুষের আন্তরিকতার কথা। ‘বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। আমাদের অনেক যত্ন করেছে। বাইরে খুব বেশি ঘুরাঘুরির সুযোগ হয়নি। তবে হোটেলে প্রতি সকালে দারুণভাবে অভ্যর্থনা জানানো হতো। এখানে আসতে পেরে, আতিথেয়তা নিতে পেরে খুব সৌভাগ্যবান মনে করছি।’

বাংলাদেশ সম্পর্কে আগে এতো কিছু জানতেন না হিলি। পরের এ দেশের ইতিহাস সম্পর্কে জেনে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে হিলি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জেনে খুবই ভালো লেগেছে। আমি আসলে এতটা জানতাম না। গতকাল হাই কমিশনের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। অনেক মজার মজার গল্প শুনেছি। আগের চেয়ে অনেক বেশি কিছু জেনে এবার বাড়ি ফিরছি। আমি বাংলাদেশ নিয়ে আরও জানতে চাই, সামনে যখন আসব আরও অনেক প্রশ্ন হয়ত মাথায় ঘুরপাক খাবে।’

 

এ সম্পর্কিত আরও খবর