বার্সার হারের দায় শুধুই রেফারির!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-17 15:01:48

প্রথম লেগে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নিয়ে হয়েছে বার্সেলোনাকে। দ্বিতীয় লেগে যে ঘরের মাঠে তারা পিএসজির কাছে হেরে গেছে ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৬। এমন হারের পর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জাভির। ম্যাচ শেষে সব ক্ষোভ উগড়ে দিয়েছেন রেফারির উপর।

রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস দ্বিতীয় লেগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচের ২৯ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে দেখিয়েছেন সরাসরি লাল কার্ড। এমনকি পিএসজি যে গোলের মাধ্যমে টাইয়ে এগিয়ে গেছে, সে গোলটি এসেছে পেনাল্টি থেকে। রেফারির লাল কার্ড এবং পেনাল্টির এই সিদ্ধান্ত নিয়ে নাখোশ জাভি। ডাগআউটে দাঁড়িয়ে নিজের ক্ষোভ ঝাড়তে গিয়ে তাকেও লাল কার্ড দেখতে হয়।

ম্যাচ শেষে বার্সেলোনার হারের জন্য রেফারিকে কাঠগড়ায় তোলেন জাভি, ‘রেফারি খুবই বাজে ছিল। তার পারফরম্যান্স যে অত্যন্ত বাজে ছিল, সেটা আমি তাকে বলেছি।’

আরাউহোর লাল কার্ডে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় বলে মত বার্সা কোচের, ‘আমরা খুবই হতাশ এবং ক্ষুদ্ধ, কারণ লাল কার্ডটা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছে। যখন ১১ জন মাঠে ছিল, আমরা ভালো অবস্থানে ছিলাম।’

লা লিগার শিরোপার দৌড়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বার্সেলোনা। ঘরোয়া কাপ টুর্নামেন্টগুলোতেও এবার তাদের ভাগ্য সহায় হয়নি। তাই অন্তত চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করার স্বপ্নে বিভোর ছিলেন মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দেয়া জাভি। কিন্তু সে স্বপ্নে গুঁড়েবালি! রেফারির উপর জাভির ক্ষোভটা তাই একটু বেশিই, ‘লজ্জার কথা হচ্ছে, এই মৌসুমের আমাদের সব পরিশ্রম রেফারির একটা বাজে সিদ্ধান্তের জন্য এখানেই শেষ হলো।’

এ সম্পর্কিত আরও খবর