কষ্টের জয়ে শুরু সাইফ স্পোটিং ও চট্টগ্রাম আবাহনীর

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:08:34

একটুর জন্য রক্ষা। আরেকটি হলে পয়েন্ট হারিয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পথচলা শুরু হতো দুই ফেভারিটের। ভাগ্য প্রসন্ন বলেই হাসিমুখে মাঠ ছাড়ল সাইফ স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে দলটি।

শনিবারের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। জয়ী দলের হয়ে গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আওয়ালা মাগালান।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট ছিল স্বাগতিক সাইফ স্পোর্টিংয়ের। এরইমধ্যে ৩৭তম মিনিটে জাবেদ খানের গোলে এগিয়ে যায় ফেভারিটরা। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলদাতা মেহেবুব হাসান নয়ন।

এরপর অবশ্য দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে চাপে রাখে রহমতগঞ্জ। ৯০ মিনিটে এসে গোলও পেয়ে যায় দলটি। স্পট কিকে রহমতগঞ্জের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ব্যবধান কমালেও লাভ হয়নি।এর আর সমতা ফেরানোর মতো সময়ও হাতে ছিল না।

শনিবার প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর জিততে বেশ বেগ পেতে হয়েছে। কারণ পাল্টা আক্রমণে ম্যাচটা জমিয়ে রেখেছিল মুক্তিযোদ্ধা সংসদ। এরইমধ্যে ৫০তম মিনিটে এসে স্বস্তি পায় চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। মাগালানের অসাধারণ ফ্রি কিক আশ্রয় নেয় মুক্তিযোদ্ধার জালে।

তারপর ফিরে আসার চেষ্টা করে গেছে মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু চট্টগ্রাম আবাহনীর রক্ষণভাগে ফাঁটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত লিগের প্রথম ম্যাচেই হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা।

এ সম্পর্কিত আরও খবর