সহজ জয়ে আইপিএলের ফাইনালে হায়দরাবাদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-25 10:55:15

প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে অপদস্ত হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বেশ দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানকে ৩৬ রানে হারিয়ে আইপিএলের চলতি আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করল প্যাট কামিন্সের দল।

এদিন টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ। আগের ম্যাচে শূন্য রানে বোল্ড হওয়া ট্র্যাভিস হেড এদিন করেছেন ২৮ বলে ৩৪ রান। আরেক ওপেনার অভিষেক শর্মাও ইনিংস লম্বা করতে পারেননি।

তবে ব্যাট হাতে দারুণ ছিলেন রাহুল ত্রিপাঠি এবং হেনরিখ ক্লাসেন। তাদের ব্যাটে ভর করে রাজস্থানকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হায়দরাবাদ।

এবারের আসরে বরাবরই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রাজস্থানের ব্যাটাররা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এসে যেন সবাই ফর্ম হারিয়ে ফেললেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউই ব্যাট হাতে বেশিক্ষণ টিকতে পারেননি। হায়দরাবাদের বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান।

শেষে ধ্রুব জুরেল নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে কিছুটা আশা জাগালেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রাখেন কামিন্সরা। নির্ধারিত ওভার শেষে ১৩৯ রানেই থামে রাজস্থানের ইনিংস।

২৬মে আগামীকাল রবিবার চেন্নাইয়ের মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। আইপিএলের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে নিতে মরিয়া হায়দরাবাদ। অপরদিকে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে কলকাতা।

এ সম্পর্কিত আরও খবর