হেটমায়ারকে জরিমানা করল আইপিএল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-25 15:30:05

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় শিমরন হেটমায়ারকে জরিমানা করেছে আইপিএল। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ অবশ্য কোড অব কন্ডাক্ট অনুযায়ী ঠিক কোন অপরাধ করায় হেটমায়ারের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে, তা নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে, আউট হওয়ার পর তার আগ্রাসী প্রতিক্রিয়ার কারণে শাস্তি দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

আইপিএল বিবৃতিতে জানিয়েছে, কোড অব কন্ডাক্টের ২.২ ধারার আওতায় লেভেল ১ অপরাধের ফলে হেটমায়ারকে জরিমানা করা হয়েছে। হেটমায়ার ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

উল্লেখ্য, আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাজস্থান।

এ সম্পর্কিত আরও খবর