আত্মঘাতী গোলে কোয়ার্টারে ফ্রান্স

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-02 09:59:12

বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্স নেমেছিল গত রাতে। ইউরো ২০২৪ এর শেষ ষোলর এই ম্যাচটাকেই ধরা হচ্ছিল সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে। তবে ম্যাচটা সে রোমাঞ্চটা উপহার দিতে পারল কই? তারকায় ঠাসা দুই দলের লড়াইয়ে শেষমেশ ব্যবধানটা গড়ে দিয়েছে আত্মঘাতী গোল। সেই গোলে ভর করেই ১-০ ব্যবধানের জয় নিয়ে ফ্রান্স চলে গেছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।
গত রাতের এই ম্যাচের শুরু থেকে অবশ্য বেলজিয়ামের ওপর আধিপত্য বিস্তার করেছে ফ্রান্সই। তারা শট নিয়েছিল ১৯টি। তবে লক্ষ্যে থেকেছে মোটে ২টি শট। প্রথমার্ধের শেষ দিকে আঁতোয়ান গ্রিজমানের নিয়েছিলেন শটটা। সেটা ঠেকাতে বেলজিয়াম গোলরক্ষক কোয়েন কাস্তিলসের কোনো সমস্যাই হয়নি।
লক্ষ্যে থাকা দ্বিতীয় শটটাই গড়ে দিল ফ্রান্সের ভাগ্যটা। ৮৫ মিনিটে রান্দাল কোলো মুয়ানির শট নেন। তা অবশ্য সরাসরি জালে জড়ায়নি। ইয়ান ভের্তঙ্গেনের গায়ে লেগে দিক বদলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে আছড়ে পড়ে জালে। গোলটা কোলো মুয়ানির নামের পাশে যোগ হয়নি তাই, যোগ হয় ‘আত্মঘাতী’ গোলের খাতায়। সেই এক গোলই ম্যাচটা জিতিয়ে দেয় ফ্রান্সকে।
সেখানে তাদের সামনে অপেক্ষা করছে আরও একটা ‘সম্ভাব্য’ হাই ভোল্টেজ ম্যাচ। শেষ আটে তারা খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর