আর্জেন্টিনাকে চাপে রেখেছে ইকুয়েডর

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-05 07:33:45

কোপা আমেরিকার নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। তবে ধারে ভারে অনেক পিছিয়ে থাকা দলটাই আকাশী সাদাদের বড় পরীক্ষা নিচ্ছে।

শুরুর ২৫ মিনিট শেষে গোলের দেখা কেউই পায়নি। তবে এই ম্যাচে এখন পর্যন্ত শ্রেয়তর দল হয়ে আছে ইকুয়েডরই। 

দুই দল কোপা আমেরিকায় সবশেষ বার দেখা করেছিল ২০২১ সালে। সেবার কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে সহজেই জয় তুলে নিয়েছিল আকাশী সাদারা। 

তবে এবার যে এমন কিছু হচ্ছে না, তার আভাস এই শুরুর ২৫ মিনিটেই মিলে গেছে। আকাশী-সাদারা ইকুয়েডরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি শুরু থেকেই।

চোট থেকে ফেরা মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। ওদিকে ইকুয়েডর আর্জেন্টিনা রক্ষণে ত্রাস ছড়িয়েছে। এখন পর্যন্ত তিনটা শট করেছে তারা, যার একটা হচ্ছে অন টার্গেট।

ওদিকে আর্জেন্টিনা অন টার্গেট তো বটেই, শটই নিতে পারেনি একটা! বিশ্বচ্যাম্পিয়নরা এবারের কোপা আমেরিকায় এমন চাপে এবারই প্রথম পড়ল। 

এ সম্পর্কিত আরও খবর