সাকিবের শূন্যতা যেভাবে সামলাবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান আর দলে নেই। টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন তিনি। কানপুর টেস্টের আগেই এই খবর সাকিব জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমকে। 

তার ফলে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি ক্যাম্প ছেড়ে চলে গেছেন। আগামীকাল ভারতের বিপক্ষে যখন মাঠে নামবে বাংলাদেশ, তার শূন্যতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জটাও থাকবে দলের সামনে।  

বিজ্ঞাপন

তাওহীদ হৃদয় জানালেন সাকিবকে মিস করবেন ঠিক, কিন্তু তার শূন্যতা পূরণে চেষ্টা করবে দল। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব ভাই নেই, তাকে আমরা মিস করব। এক দিন না একদিন তো সবাইকে যেতেই হবে। আমরা আমাদের জায়গা থেকে আশা করি ভালোভাবেই বিষয়টা কাটিয়ে উঠতে পারব।’

সাকিব এই সিরিজ থেকে নেই। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরাও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগেই। এমন মহাতারকাদের বিদায়ে এখন সুযোগ তরুণদের সামনে নতুন মহীরুহ হয়ে ওঠার।

তবে তাওহীদ বিষয়টাকে দেখছেন পুরোপুরি অন্যভাবে। তিনি বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারব না, সময়ই বলে দেবে। দিন শেষে পারফর্ম করাটাই মুখ্য। পারফর্ম যদি করি, দলের জন্য ভালো ফলাফল যদি আনতে পারি, তাহলে এখান থেকেই হয়তো অনেকে আসবে, তার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম্যান্স ছাড়া অন্য কিছুই মুখ্য নয়, আমরা সবাই পারফর্ম করতে চাই।’

সাকিব-তামিম-মুশফিকদের মহাতারকা হওয়ার রাস্তাটা মোটেও মসৃণ ছিল না। নানা চাপ সামলে তবেই তারা পারফর্ম করেছেন। সে চাপটা এখন বেড়েছে বৈ কমেনি একটুও।

তবে তাওহীদ জানালেন, এই বিষয়ে খুব বেশি ভাবছেন না তিনি। তার কথা, ‘চাপ তো থাকেই, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবেই। ওটা যদি মাথায় থাকে, তাহলে আমার মনে হয় না আমরা পারফর্ম করতে পারব। আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারব, কীভাবে ফলাফলটা আমাদের পক্ষে আসবে আমরা সেদিকেই লক্ষ্য রাখি।’