লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে সনাৎ জয়াসুরিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-07 18:01:45

গত সপ্তাহেই শ্রীলঙ্কার পুরুষ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস সিলভারউড। তার অধীনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি দল। এবার তার বদলি হিসেবে সাবেক লঙ্কান অধিনায়ক সনাৎ জয়াসুরিয়াকে প্রধান কোচের দায়িত্ব দিল শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)।

জয়াসুরিয়াকে মূলত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের হোম ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সফরের জন্য দলকে নেতৃত্ব দেবেন এই সাবেক লঙ্কান ক্রিকেটার।

বিশ্বকাপে ভরাডুবির পর তাদের ক্রিকেট বোর্ড নতুন কোচ নিয়োগের কথা ভাবছিল। কয়েকদিন আগে সিলভারউড নিজের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার পর জয়াসুরিয়াকেই যোগ্য হিসেবে মনে করেছে এসএলসি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের পরামর্শক হিসেবেও কাজ করেছেন জয়াসুরিয়া। এছাড়াও দুই দফায় শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের দায়িত্বও তিনি পালন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর