গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। তার পরদিন আজ শুক্রবার দফতর বন্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দায়িত্ব হারান তিনি, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই দায়িত্বটা নিলেন আসিফ মাহমুদ। আজ মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি সম্পর্কে জানা যায়।
বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ বনে যান ২৬ বছর বয়সী পড়ুয়া। জন্ম ১৯৯৮ সালে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি।
আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে পড়ছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক।