পাইক্রফটের অন্য রকম সেঞ্চুরি
জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি পাইক্রফট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে এক বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চলমান ম্যাচটি তার ম্যাচ রেফারি হিসেবে ১০০তম টেস্ট। তবে এই অনন্য অর্জনের জন্য তিনি প্রথম ব্যক্তি নন। এর আগে রঞ্জন মাদুগালে (২২৫ বার), জেফ ক্রো (১২৫ বার), এবং ক্রিস ব্রড (১২৩ বার) এই কৃতিত্ব অর্জন করেছেন।
১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে তিনটি টেস্ট এবং ২০টি ওয়ানডে খেলা পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ২০০৯ সালে। এ পর্যন্ত তিনি ২৩৮টি পুরুষদের ওয়ানডে, ১৭৪টি পুরুষদের টি-টোয়েন্টি এবং ২১টি নারীদের টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অ্যান্ডি পাইক্রফট আইসিসির এই মাইলফলক উপলক্ষে বলেছেন, ‘আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে যোগ দেওয়া এবং বিভিন্ন সংস্কৃতিতে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি আইসিসির সমর্থন, আমার সহকর্মীদের পেশাদারিত্ব এবং আমার পরিবারকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাই। এটি একটি ফলপ্রসূ যাত্রা এবং আমি এর প্রতিটি মুহূর্ত লালন করেছি।’
আইসিসি তার অবদানের জন্য অভিনন্দন জানিয়ে বলেছে, ‘অ্যান্ডি খেলাধুলাকে রক্ষা এবং উন্নত করার জন্য তার জ্ঞান ও অভিজ্ঞতার ব্যবহার করেন। খেলোয়াড় ও সহকর্মীদের কাছে তিনি সমানভাবে সম্মানিত।’
ম্যাচ রেফারি হওয়ার আগে পাইক্রফট জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দল পরিচালনা এবং জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ১৯৮৩, ১৯৮৭ এবং ১৯৯২ বিশ্বকাপে খেলেছেন।