তামিমের রেকর্ড এখন মুশফিকের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-21 22:09:12

পাকিস্তানে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। যদিও এবার ভারত সফরের শুরুর ম্যাচ, চেন্নাই টেস্টে বড্ড ম্লান তিনি। দুই ইনিংসেই ব্যর্থ তিনি।
তবে ব্যর্থতার ভীড়েও একটা কীর্তি গড়া হয়ে গেছে তার। দেশের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক রানের কীর্তিটা নিজের করে নিয়েছেন তিনি। রেকর্ডটা আগে ছিল তামিম ইকবালের। সেটাই এখন নিজের করে নিয়েছেন তিনি।

তামিমকে ছাড়িয়ে যেতে মুশফিকের দরকার ছিল ৯ রান। প্রথম ইনিংসে ৮ রানে আউট হন তিনি। সে কারণে তামিমকে ছুঁয়ে ফেলেও তাকে আর ছাড়িয়ে যাওয়া হয়নি মুশফিকের। আজ একটা রান করতেই সে কীর্তিটা একান্তই নিজের করে নেন মুশফিক।

তিন ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে সর্বোচ্চ রানটা ছিল তামিমের। ১৫,১৯২ রান ছিল তার। তবে এখন সেটা মুশফিকের। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের রান হচ্ছে ১৫,২০৫।

মুশফিক ৯১ টেস্টে রান করেছেন ৫,৯১৩। ২৭১ ওয়ানডেতে তার রান ৭,৭৯২ আর ১০২ টি-টোয়েন্টিতে তার রান ১,৫০০। সব মিলিয়ে তার রান ১৫,২০৫।

মুশফিক আর তামিমের পর তিনে আছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে তার রান ১৪,৬৯৬। চারে থাকা মাহমুদউল্লাহর রান ১০,৬৯৪। পাঁচে আছেন লিটন দাস। তার রান ৭,১৮৩।

এ সম্পর্কিত আরও খবর