এমন বাজে কোহলিকে দেখা গেল ৭ বছর পর

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-22 12:49:44

বিরাট কোহলির সময়টা ভালো কাটছে না আদৌ। শেষ অনেক দিন ধরেই লাল বলের ক্রিকেটে বড় রান পাচ্ছেন না। সাম্প্রতিককালে সেটা আরও বাজে রূপ ধারণ করেছে। বাংলাদেশ আর নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে ফিফটি পেয়েছিলেন মোটে একটা। 

তবে অস্ট্রেলিয়ার মাটিতে সে বাজে সময়টা পেছনে ফেলার আশা নিয়েই তিনি গেছেন। ডাউন আন্ডারে যে তার গড় ক্যারিয়ার গড়ের চেয়েও বেশি ছিল। ১৪ ম্যাচে ৫২রও বেশি গড়ে তিনি করেছেন ১৩৫৭ রান। তবে সেখানেও আজ তিনি ব্যর্থই হলেন। 

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোহলির রান ছিল যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। নিউজিল্যান্ড সিরিজে তার ইনিংসগুলো এমন– ০, ৭০, ১, ১৭, ৪ ও ১।

এমন বাজে ফর্মকে পেছনে ফেলতে পার্থে শুরু হওয়া ম্যাচের আগে তিনি বেশ খেটেছেন। বাড়তি সময় দিয়েছেন অনুশীলন সেশনে।

তবে তার ফলটা আজ পেলেন না কোহলি। দল যখন ধুঁকছিল, তখন নেমেছিলেন ক্রিজে। সে সংগ্রামটা আরও কঠিন করে দিয়ে তিনি ফিরেছেন মাত্র ৫ রান করে। জশ হেইজেলউডের হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

যার ফলে অচেনা একটা স্বাদও পেয়ে গেছেন তিনি। সবশেষ পাঁচ ইনিংসে কোহলির রানগুলো এমন– ৫, ১, ৪, ১৭, ১। টানা পাঁচ ইনিংসে তিনি ২০ রানও পেরোতে পারেননি, টেস্ট ক্যারিয়ারে এমন কিছু তিনি দেখেছিলেন ৭ বছর আগে। ২০২৪ আবারও তার সে স্মৃতি ফিরিয়ে আনল।

এ সম্পর্কিত আরও খবর