টস জিতল ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-18 08:25:02

প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ চলে গেছে সিরিজ জয়ের দুয়ারে। আজকের ম্যাচ তাই সিরিজ জয়ের মঞ্চ সফরকারীদের জন্য। 

এই দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল জিতেছেন টসে। তিনি অনেকটা চমকে দিয়ে নিয়েছেন বোলিং করার সিদ্ধান্ত।

আর্নস ভেল গ্রাউন্ডের অতীত কিন্তু এর বিপক্ষেই কথা বলছে। এখানে অনুষ্ঠিত মোট ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭বারই আগে ব্যাট করা দল জয়ী হয়েছে। ব্যতিক্রম শুধু একবার, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়। 

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়। আফিফ হোসেনকে বাদ দিয়ে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নামে।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।

এ সম্পর্কিত আরও খবর