বিজয়ের সেঞ্চুরি ঢাকাকে হারাল খুলনা
মঞ্চটা গড়ে দিয়েছিলেন এনামুল হক বিজয়। দারুণ এক সেঞ্চুরি করে খুলনাকে এনে দিয়েছিলেন বড় পুঁজি। তাতে ভর করেই দলটা আজ ২১ রানে হারিয়েছে ঢাকাকে। আজ মঙ্গলবার ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট খুইয়ে ১৮০ রান করে খুলনা। জবাবে ঢাকা ৪ উইকেট খোয়ালেও ২০ ওভারে ১৫৯ রানের বেশি করতে পারেনি।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে বিজয় দারুণ এক সেঞ্চুরি করেন। ৩৮ বলে ফিফটি করা বিজয় পরের ৫০ রান করতে খেলেছেন ২৮ বল। তিনি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন, মাঠ ছেড়েছেন ৬৭ বলে ১০১ রান করে।
এই ইনিংস তিনি সাজান ১০ চার আর ৫টি ছক্কায়। ওপাশে সোহানের ২৩ বলে ৩৪, আজিজুল হাকিমের ১৮ ও ইমরুল কায়েসের ১৪ রানে ভর করে বড় পুঁজি পায় খুলনা।
ঢাকার শুরুটা অবশ্য ভালো হয়নি। ৭২ রানে ৪ উইকেট খুইয়ে বসেছিল দলটা। এরপর ৭.৩ ওভারে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল অঙ্কন। তবে তাদের এই জুটিও জয় এনে দিতে পারেনি ঢাকাকে। ২১ রানে হেরে বসে দলটা।
এবারের এনসিএলে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে জিতল খুলনা। এর আগে ৪ ম্যাচে ১ জয় নিয়ে এনামুল হক বিজয়ের দল ছিল তালিকার তলানিতে। আজকের এই জয়ের ফলে ৫ ম্যাচে ২ জয় নিয়ে দলটা উঠে এসেছে তালিকার পঞ্চম স্থানে।