বুমরাহ-দীপের জুটিতে ফলো অন এড়ানোর স্বস্তি ভারতের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে চলমান বোর্ডার গাভাস্কার ট্রফির কোনো ম্যাচে আর হারা যাবে না, ভারতের সামনে সমীকরণটা এমন। তবে ব্রিসবেনের গ্যাবায় সেটা ভেঙে পড়ার যোগাড়ই হয়েছিল। 

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারত ফলো অন থেকে ৩৩ রান দূরে থাকতেই খুইয়ে বসে তাদের ৯ম উইকেট। তাতে মনে হচ্ছিল ফলো অনে বুঝি পড়তেই যাচ্ছে দলটা। তবে সেখান থেকে দলটাকে রক্ষা করেছেন যশপ্রীত বুমরাহ আর আকাশ দীপ। দুজন মিলে শেষ উইকেটে যোগ করেছেন ৩৯ রান, তাতেই ভারত এড়িয়েছে ফলো অনের শঙ্কা। দিন শেষ করেছে ৯ উইকেট খুইয়ে ২৫২ রান তুলে।

বিজ্ঞাপন

সকালে ৫১-৪ থেকে খেলতে নেমে রাহুল এবং রোহিত শর্মা ভারতকে এগিয়ে নেন। রাহুল দুর্দান্ত ব্যাটিং করে ৮৪ রানে আউট হন। তবে রোহিত ১০ রানে আউট হন। এরপর রাহুলকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। দুজনের ৫৩ রানের জুটি ভারতকে আশা যোগায়।

রাহুলের বিদায়ের পর অনেকটা একাই লড়ছিলেন জাদেজা। তবে তিনিও যখন দলীয় ২১৩ রানে বিদায় নেন নবম ব্যাটার হিসেবে, তখন শঙ্কাতেই পড়ে গিয়েছিল ভারত। শেষ পর্যন্ত বুমরাহ-দীপের লড়াইয়ে ভারত ফলো-অন এড়িয়ে ম্যাচটা ড্রয়ের দিকে নিয়ে যায়। দিন শেষে বুমরাহ ১০ ও দীপ ক্যারিয়ার-সেরা ২৭ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন